Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটপাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ। সেমিফাইনালের সম্ভাবনা একরকম শেষ হয়ে যাওয়ায় প্রথম পর্বের বাকি তিন ম্যাচ এক অর্থে নিছক আনুষ্ঠানিকতা। তবে বাকি তিন ম্যাচেও জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। কারণ বাকি তিন ম্যাচে ভালো করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় টাইগাররা। আজ সাকিব আল হাসানদের প্রতিপক্ষ পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।

 

বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দু’দলের। এর আগে বিশ্বকাপে দু’বারের দেখায় উভয় দলই একবার করে ম্যাচ জিতেছে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের জয় ৫টিতে এবং পাকিস্তানের জয় ৩৩টিতে। সবশেষ দেখায় এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

 

 

এই ম্যাচে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই। সর্বোচ্চ একটা জায়গায় পরিবর্তন আসরে পারে। শেখ মাহেদীর জায়গায় খেলতে পারেন নাসুম। তবে সেই সম্ভাবনাও খুবই কম। উইকেট খুব বেশি স্পিন সহয়ক না হলে মাহেদীর খেলার সম্ভাবনাই বেশি।

 

 

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments