স্পোর্টস ডেস্ক:
বড় স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। শেষ পাঁচ ম্যাচে হেরেছে সাকিবের দল। আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস পর্যন্ত হারের লজ্জায় ডুবিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
হারের বৃত্তে থাকা একটি দলের শক্তির জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। সবটায় তো দুর্বল জায়গা মনে হয়। বাংলাদেশ দল ছয় ম্যাচের কোনটিতেই ব্যাট হাতে ভালো করতে পারেনি। অধিকাংশ ম্যাচেই নতুন বলে বোলাররা হতাশ করেছেন। ফিল্ডিংও হয়েছে খুব বাজে। তবে পাকিস্তানের হেড কোচ গ্রান্ট ব্রাডবার্ন বলেছেন, বাংলাদেশ দলের শক্তির জায়গা সম্পর্কে তারা অবগত।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাডবার্ন বলেছেন, ‘আসরে অংশ নেওয়া ১০ দলই কোয়ালিটি সম্পন্ন। জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যদি তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন দলকে হারাতে পারবো। আমরা বাংলাদেশ দলকে অনেক সম্মান করি। তারা ভালো দল।’
বাংলাদেশ দলের বিপক্ষে পরিকল্পনা সম্পর্কে ব্রাডবার্ন বলেছেন, ‘আমরা আশা করছি, তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে পারব। আমরা তাদের শক্তির দিক সম্পর্কে অবগত। বাংলাদেশ ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ বাংলাদশের। পাকিস্তানের আশাও একপ্রকার শেষ। তবে নানান সমীকরণে টিকে আছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে হেরেছে পাকিস্তান। ওই হার দলকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলে উল্লেখ করেছেন পাকিস্তানের কোচ।
এছাড়া তিনি দাবি করেছেন, পাকিস্তান বিশ্বকাপের ফেবারিট হয়ে আসরে অংশ নেয়নি। সেরা দলগুলোর চেয়ে বেশ কিছু জায়গায় পিছিয়ে থেকেই আসর শুরু করেছেন তারা। গত এপ্রিলে ব্রাডবার্ন যখন পাকিস্তানের কোচ হয়েছিলেন, তখন দলটি র্যাঙ্কিংয়ে পাঁচে ছিল। বিশ্বকাপের আগে আগে র্যাঙ্কিংয়ে শীর্ষে আসলেও বেশ ঘাপলা ছিল বলে ইঙ্গিত করেছেন পাকিস্তানের কিউই কোচ।