Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য বুরহান নিহত এলাকায় শোকের মাতম

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য বুরহান নিহত এলাকায় শোকের মাতম

 

গোয়াইনঘাট প্রতিনিধি, মতিউর রহমান (দুলাল)::

সিলেটে ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এয়ারপোর্ট থানা পুলিশের এএসআই বোরহান উদ্দিন।

রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ি সামনে পিকআপভ্যানের চাপায় তিনি নিহত হন। তার মৃত্যুতে নিজ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়াও সর্বমহলে নেমেছে শোকের ছায়া।

নিহত পুলিশ সদস্য বুরহান উদ্দিন এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুরহান উদ্দিন গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দি গ্রামের হাজী হযরত উল্লার ছেলে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বোরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বোরহান নিহত হন। পুলিশ পিকআপভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

এদিকে ওই পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দীর্ঘদিনের সহকর্মী আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, দীর্ঘ দিন বোরহান আমার সঙ্গে কাজ করেছেন। তিনি তার কাজকে খুব মূল্যায়ন করতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার সহকর্মী বোরহানের অভাব পূরণ হবে না।

নিহত বুরহানের বাল্যবন্ধু বজলুর রশিদ আনু বলেন বুরহান বাল্যকাল অবধি আমার প্রিয় বন্ধু, ছুটিতে বাড়ি আসলেই আমার তোয়াকুল বাজারের ফার্মেসীতে দিনভর আড্ডার জমিয়ে তুলে। বুরহান আমার ফার্মেসীতে আর আসবেনা এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, সর্বপূরী আমি বুরহানের আত্বার মাগফিরাত কামনা করছি।

ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজাহার আলী শেখ, ট্রাফিকের ডিসি মাহফুজ, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার মাঈন উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments