বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লায় বিএনপির দুজন নেতাকে আটক করার খবর পাওয়া গেছে।
আজ রোববার (২৯ অক্টোবর) শাল্লা সদর থেকে তাদেরকে আটক করেন থানা পুলিশ। আটক দুজন হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তরুণ প্রজন্ম দলের সভাপতি হাফিজ আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
এদিকে হরতালকে কেন্দ্র করে দিনের শুরু থেকেই শাল্লা বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার আতঙ্কে ভোগছেন। এমন অভিযোগ তুলে বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, শাল্লা রাজনৈতিকভাবে সব সময়ই শান্তিপ্রিয় এলাকা হিসেবে পরিচিত। হরতাল ডাকলেও আমরা শান্তিতে বিশ্বাসী। আজকে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।
নেতা-কর্মীরা আরও জানান, হরতালকে ঘিরে সবাই গ্রেপ্তার আতঙ্কে ভোগছেন এবং অনেকেই বাড়িছাড়া বলে অভিযোগ তুলেছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল বলেন, শাল্লা সবসময় শান্তি প্রিয় এলাকা। নাশকতা করার মত শাল্লায় কিছু নেই। তিনি আরও বলেন, আমরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছি। তবে কোন ধরনের নেগেটিভ কর্মকাণ্ড আমাদের মধ্যে নেই।
এদিকে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আজকের হরতালের সমর্থনে বিএনপির কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। তবে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে পুলিশকে।
এব্যাপারে শাল্লা থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।