Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে ১ ঘন্টা প্রতিকী দায়িত্ব পালন করলো...

মৌলভীবাজারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে ১ ঘন্টা প্রতিকী দায়িত্ব পালন করলো তুষ্টি

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি::

মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে ১ ঘন্টার জন্য প্রতিকী দায়িত্ব পালন করলো মৌলভীবাজার দি ফ্লাওয়ারস কেজি এন্ড হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তুলনা ধর তুষ্টি। যেসব পদে নারীর অংশগ্রহন কম সে সব পদে কন্যাশিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ২৯ অক্টোবর রবিবার ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর আয়োজনে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পদে ১ ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করে তুলনা ধর তুষ্টি। দেশের ৬৪ জেলায় এ কার্যক্রম চলছে।

দায়িত্ব গ্রহন করার পর তুলনা ধর তুষ্টি জানান, আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি। এই দিন তার জীবনে স্বরনীয় হয়ে থাকবে বলে তিনি জানান।

এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ বলেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে সমাজকে নেতৃত্ব দিবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে। তুলনা ধর তুষ্টির সুন্দর চিন্তা ভবিষ্যতে যাতে সফল হয় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ঐশী দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুর রব, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি আমির মিয়া, ফটোগ্রাফার রনজিৎ দত্ত জনি, ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার দ্বীপ্র ধর অর্ঘ্য, শিশু গবেষক আমিনুল মাহিন, প্রেসিডেন্ট শাহ মুহাম্মদ তানভীর আহমেদ রিমন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ত্রিদিব ধর কাব্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments