সিলেটসহ সারাদেশে রোববার(২৯অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত।তবে বিএনপির ও জামায়াত ডাকা হরতালেও সিলেটে চলবে গণপরিবহন।
শনিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
জানাযায়, পুলিশি হামলার অভিযোগ এনে নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে,জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার হীন উদ্দেশ্যে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
এদিকে, রোববার সর্বাত্মক হরতাল পালনের আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তবে, রোববার সিলেটে গণপরিবহন বন্ধ থাকবে না বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন, সিলেট মালিক সমিতির সাথে যোগযোগ করেছিলাম তারা জানিয়েছেন গণপরিবহণ চলবে। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সিলেটেও রোববার বাস চলাচল করবে বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
তিনি বলেন, হরতালের পক্ষে বা বিপক্ষে আমরা নয়।আমরা কাউকে বলতে পারবো না গাড়ি বন্ধ রাখতে বা চালাতে।তবে, যে যার মতো গাড়ি চালাতে পারেন এতে আমাদের কোনো বাধা নিষেধ নেই।