Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগছাতক-দোয়ারাবাজারবাসীর উন্নয়নে নিবেদিত থাকতে চাই-এমপি মুহিবুর রহমান মানিক

ছাতক-দোয়ারাবাজারবাসীর উন্নয়নে নিবেদিত থাকতে চাই-এমপি মুহিবুর রহমান মানিক

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘ছাতক দোয়ারাবাজারবাসীর উন্নয়নে সংসদে প্রতিনিধিত্ব করেছি, সবসময় সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও নিবেদিত থাকতে চাই।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল চারটায় উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা এম এ হালিম বীরপ্রতীক ভবন ও খেলার মাঠের দর্শক গ্যালারীর উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান এমপি আরো বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।

বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে এমপি মানিক বলেন,‘দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেংরা মাধ্যমিক বিদ্যালয় ভবন ও গ্যালারী, ছাত্রাবাস, সমুজ আলী স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন, আলীপুরে নির্মানাধীন খাসিয়ামারা সেতু, মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ভোলাখালী ব্রীজ, চিলাই নদীর রাবার ড্যাম, বোগলাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, লক্ষীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, সিংগীদাইর ব্রীজ, বাগানবাড়ি রিংকু বর্ডার হাটসহ দোয়ারাবাজারের যতো দৃশ্যমাণ উন্নয়ন হয়েছে সব আমার হাতেই হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের উদ্যোগ নেওয়া হবে। নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একটি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।’

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বজলুল মামুনের সঞ্চালনায় ও টেংরা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শের মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাহ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান জসীম আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, উপজেলা মুক্তুযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ মশিউর রহমান, সিআইডি অফিসার অকিল উদ্দিন আহমদ, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলীনুর, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ দোয়ারাবাজার সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান মিজু, বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, এখলাছুর রহমান ফরাজী, সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল ইসলাম, হজরত আলী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments