স্পোর্টস ডেস্কঃ
মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ৩৯৯ রান করার পরে ইংলিশদের ১৭০ রানে অলআউট করেছে তারা। জয় তুলে নিয়েছে ২২৯ রানের বিশাল ব্যবধানে।
ওই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ দল। যারা আবার গত তিন ম্যাচে হেরেছে। তবে দক্ষিণ আফ্রিকাও হারের স্বাদ পেয়েছে। সেটা আবার নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশ ম্যাচ নিয়ে তাই সতর্ক দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার
এইডেন মার্করাম। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আপনার দক্ষতা যদি বাংলাদেশের মতো দলের বিপক্ষে বিফলে যায় সেটা আপনাকে আঘাত করবে এবং চাপে ফেলে দেবে। পূর্বে (নেদারল্যান্ডস ম্যাচে) আমাদের সঙ্গে যেটা হয়েছে।’
বাংলাদেশ স্পিনে শক্তিশালী। তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের মতো পরীক্ষিত স্পিনার আছেন। তবে বাংলাদেশের পেসাররাও নিকট অতীতে ভালো বোলিং করেছে বলে মনে করিয়ে দিয়েছেন মার্করাম।
তিনি বলেছেন, ‘তাদের আক্রমণ করে খেলার মতো ভালো ক্রিকেটার আছে। যেটা সকলেরই জানা। আপনি শুধু বলতে পারেন না যে, তাদের ভালো স্পিন আক্রমণ আছে। তাদের পেসাররাও অতীতে খুব ভালো বোলিং করেছে।