Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে উৎসবমূখরতায় চলছে শারদীয় দূর্গোৎসব

গোয়াইনঘাটে উৎসবমূখরতায় চলছে শারদীয় দূর্গোৎসব

গোয়াইনঘাট প্রতিনিধি, :সিলেটের গোয়াইনঘাটের ৩৯টি সার্বজনিন পূজামণ্ডপ চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। মহা সপ্তমির পর আজ চলছে মহা অষ্টমী।

গোয়াইনঘাটের একাধিক পূজামণ্ডপ সরজমিন পরিদর্শন করে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিসহ শান্তিপূর্ন৷ পরিবেশে চলছে শারদীয় দূর্গোৎসব। গোয়াইনঘাটের সবকটি মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপুজা পালনে ইতিপূর্বে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিভাগের সাথে পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দের সাথে বৈঠক করে করণীয় নির্দারণ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়।

এদিক গোয়াইনঘাটে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা সম্পন্নকরণে প্রশাসন,পুলিশ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন মন্দির পরিদর্শন করে পূন্যার্থীদের সাথে পূজোর শুভেচ্ছা বিনিময় করছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল আজও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেছেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, ওসি গোয়াইনঘাট কেএম নজরুল জানান,গোয়াইনঘাটে সুদীর্ঘকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহমান রয়েছে। এখনো পর্যন্ত গোয়াইনঘাট উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে শারদ উৎসব।  যে কোন মূল্যে শারদীয় দূর্গাপূজার অবশিষ্ট আনুষ্ঠানিকতাও শেষ করতে সব ধরনের ব্যবস্হা নেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নে তারা সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments