মৌলভীবাজার জেলা প্রতিনিধি:::
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক রাধাকান্ত সিংহ স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির আয়োজনে মাধবপুরস্থ প্রয়াত রাধাকান্ত সিংহের বাড়ীতে সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহের সঞ্চালনায় শোকসভায় আলোচনা করেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. রনজিত কুমার সিংহ, বিশিষ্ট সমাজসেবক সমরজিত সিংহ, যোগেশ্বর চাটার্জী, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলা কান্ত সিংহ, শ্যাম কুমার সিংহ, সুনীল কুমার সিংহ, প্রভাস চন্দ্র সিংহ, রবীন্দ্র কুমার সিংহ, পুলিন কুমার সিংহ, বিলাস সিংহ ও প্রয়াতের পুত্র সুকান্ত সিংহ প্রমুখ
বক্তরা রাধাকান্ত সিংহের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করে করেন, তিনি ছিলেন একাধারে কবি সাহিত্যিক এবং ধর্মপরায়ন ব্যক্তি। এছাড়া একজন সংগঠক। সমাজের বিভিন্ন স্তরে তাঁর বিচরণ ছিল। তাঁর আকষ্মিক মৃত্যুতে মণিপুরী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা।