দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবুল লেইছ কাহার। তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ইতোমধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে লবিং করে আসছেন এবং বেশ কিছুদিন ধরে তাঁর নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে বেড়াচ্ছেন।
উল্লেখ্য, মো. আবুল লেইছ কাহার দীর্ঘদিন ধরে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের হাতেগড়া সংগঠন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি তাঁর নির্বাচনী এলাকায় অসহায়, গরীব মানুষের পাশে থাকাসহ মসজিদ, মন্দির, স্কুল, মাদরাসার উন্নয়নে অর্থ সহযোগিতার পাশাপাশি সমাজসেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন।
ছাতক উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ বলেন, ছাতক উপজেলা জাপা’র সভাপতি আবুল লেইছ কাহার জাতীয় পার্টির একজন ত্যাগী নেতা। পার্টির জন্য তিনি ১৯৯৩ সালে তিনি কারাবরণও করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
মো. আবুল লেইছ কাহার বলেন, আমি ছাতক-দোয়ারাবাজার এলাকার জনগণের আশা আকাঙ্খা পূরণের লক্ষ্যে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জনগণ এখানে তরুণ নেতৃত্ব চাচ্ছে, নেতৃত্বের পরিবর্তন চাচ্ছে। তাই আমি মাঠে নেমেছি। মনোনয়ন পেতে আমি দীর্ঘদিন ধরে কেন্দ্রে কাজ করে আসছি। ইতিমধ্যে দলের হাই কমান্ড থেকে আমাকে মাঠে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং মনোনয়নের ব্যাপারে দল থেকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে। দলের মনোনয়ন পেলে আমি লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে সকলের সহযোগিতা, সমর্থন এবং দোয়া চাই।