Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে ২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ধলাই নদীর ওপর সেতুর ভিত্তিস্থর...

কমলগঞ্জে ২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ধলাই নদীর ওপর সেতুর ভিত্তিস্থর স্থাপন

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার-শমশেরনগর চাতলা চেক পোস্ট সড়কের ১০ কিলোমিটারে সড়কের ধলাই নদীর ওপর ২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে “চৈত্রঘাট সেতুর ” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সড়ক ও জনপথের সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সওজ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, নব যোগদানকৃত সওজ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী কাওসার আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুওয়ান, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

আওয়ামীলীগ নেতা বিকাশ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালীপদ দেব, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক রায়, সাংগঠনিক সম্পাদক সুলেমান মিয়া, মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মরহম প্রমুখ।

সড়ক ও জনপথ অধিদপ্তর ৯৪.২৯ মিটার দৈর্ঘ্য এই সেতুর চুক্তিমূল্য ধরা হয়েছে ২২ কোটি ৩৯ লাখ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments