Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটের ২টি সিনেমা হলে দেখা যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’

সিলেটের ২টি সিনেমা হলে দেখা যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’

রাসেল আহমদ:::

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত এই সিনেমাটি।সিলেটের হোটেল গ্র্যান্ড সিলেট ও নন্দিতা সিনেমা হলে দেখা যাবে এই সিনেমাটি।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এসময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিনেতা আরিফিন শুভ বলেন, চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। আপনারা সবাই আসবেন সপরিবারে।

এটি আমাদের দেশের গল্প, আমাদের জাতির জনকের গল্প। অনেক সুন্দর একটি সিনেমা, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments