Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটরানের খাতা লাম্বা করতে পারেনি বাংলাদেশ ২৪৫ থামলো টাইগারদের ইনিংস

রানের খাতা লাম্বা করতে পারেনি বাংলাদেশ ২৪৫ থামলো টাইগারদের ইনিংস

 

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ইনিংস আর বিপর্যয় যেন প্রতিশব্দ হয়ে গেছে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যতিক্রম কিছু দেখা যায়নি। শুরুতে বিপর্যয়, মাঝে একটি জুটি, শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে।

 

ইনিংসের শুরুতে ৫৬ রান তুলতে ৪ উইকেট নেই।

 

 

প্রথম বলে আউট হয়ে ফেরেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের জুটি ৪০ রানের। তানজিদ ১৬ রানে লকি ফার্গুসনের বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়েছেন। এর পর একই পথ অনুসরণ করেছেন মিরাজ (৩০) ও নাজমুল হোসেন শান্ত (৭)।

 

এখান থেকে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দুজনের ৯৬ রানের জুটি ভাঙার পর আবার বিপর্যয়। জুটিটা ভাঙে সাকিব আল হাসানের বিদায়ে। ৪০ রান করে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

 

 

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দলীয় ১৭৫ রানে ফিরেছেন তিনি। ম্যাট হেনরির নিচু হয়ে আসা বলের নাগাল না পেয়ে বোল্ড হয়েছেন মুশফিক। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মুশফিক ইনিংসটি সাজান ছয় চার ও দুই ছক্কায়।

মুশফিকের আউটের পর দলকে টানতে পারেননি তাওহিদ হৃদয়। ২৫ বলে ১৩ রানে আউট হয়েছেন তাওহিদ। ট্রেন্ট বোল্টের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। বাংলাদেশের ইনিংসটা ভদ্রস্থ চেহারা পেয়েছে মূলত মাহমুদ উল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানের ইনিংসে। মাহমুদ উল্লাহর ৪৯ বলের ইনিংসে দুই চার ও দুই ছক্কা। এর আগে ১৯ বলে দুই ছক্কায় ১৭ রানের ক্যামিং ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। এখন দেখার বিষয়, ২৪৫ রান হাতে নিয়ে বোলাররা কতটা লড়াই করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments