জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারে পৌর সভার আয়োজনে এডিস মশার বংশ বিস্তার রোধ ও ডেঙ্গুসহ অন্যান্য মশকবাহী রোগ মোকাবেলায় সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ অক্টোবর দুপুরে মৌলভীবাজার পৌর সভার আয়োজনে মুখ্য আলোচক হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কিটতত্ত্ববিদ ও গবেষক এবং এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার। এ সময় তিনি এডিস মশার বংশ বিস্তার রোধে ৩ মিনিটের একটি ভিডিও প্রদর্শন করেন।
পরে তিনি মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এডিস মশার অস্তি¡ত্ব পেয়েছেন সে বিষয়টি তুলে ধরেন। এসব এডিস মশার লার্ভা রোধ করতে না পারলে আগামীতে ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এই এলাকা বলে জানান।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি এম এ আহাদ, সাংবাদিক আকমল হোসেন নিপুসহ অন্যন্যরা।
অধ্যাপক ড. কবিরুল বাশার আরও বলেন ফগিং মশা নিধনের কার্যকরী পদ্ধতি না। ফগিংএ না গিয়ে এডিস মশার লার্ভা অবস্থায় লার্ভিসাইডিং প্রয়োগ করে ধ্বংশ করতে হবে।
এছাড়াও তিনি সকলকে সচেতন হওয়ার আহবান করেন। মতবিনিময় সভায় বাড়ির মালিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার নাগরিকগন উপস্থিত ছিলেন