Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার::

মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রংগি বিবির কলোনিতে আগুনে ৬টি ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা- ১২টায় ঘটনাটি ঘটেছে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে এই আগুনের সুত্রপাত হয়। এতে ৫টি পরিবারের ৬টি ঘর ঘরের আসবাবপত্র সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। এলাকাবাসী জানায়, দুপুর- ১২ টার দিকে ঘরের ভিতর আগুন দেখা যায়, এ সময় স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘরের মালিক কামাল মিয়া বলেন- আগুনে পুড়ে সব হারিয়ে তিনি এখন পথে বসে গেছেন। মমতা বেগম বলেন- আগুনে তার ঘরের আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, সমিতি থেকে ৫০ হাজার টাকা তুলে এনে ঘরে রেখেছিলেন ৫০ হাজার টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাসা ও টাকা দুটোই হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলেন। কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দলনেতা মো: ফয়েজ আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ড ঘটনার সাথে সাথেই আমাদের স্থানীয় প্রশাসন ফায়ার সর্ভিস সহ আমরা সকলেই উপস্থিত হয়েছি। এ পর্যায়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করবো এবং পরবর্তীতে মাননীয় এমপি স্যার আসবেন, উনার উপস্থিতিতে তাদেরকে টিন সহ আরো আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এরপরও তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments