Saturday, November 23, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগছাতক-দোয়ারাবাজার আসনে আ'লীগের মনোনয়ন চান অ্যাডভোকেট মতিউর রহমান নানু

ছাতক-দোয়ারাবাজার আসনে আ’লীগের মনোনয়ন চান অ্যাডভোকেট মতিউর রহমান নানু

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আ’লীগের মনোনয়ন চান সাবেক যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি, যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, বিকাম ব্যারিষ্টার অ্যাডভোকেট এম ডি মতিউর রহমান নানু। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুহিতপুর গ্রামের প্রয়াত মাওলানা রেজাউর রহমান জায়ফর আলীর পুত্র।

অ্যাডভোকেট মতিউর রহমান নানু সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ইতোমধ্যে আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে লবিং করে আসছেন এবং বেশ কিছুদিন ধরে তাঁর নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে বেড়াচ্ছেন।

 

উল্লেখ্য, অ্যাডভোকেট মতিউর রহমান ১৯৯১ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে ছাতক উপজেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করাসহ পর্যায়ক্রমে আ’লীগের একজন তুখোড় নেতা হিসেবে রাজপথে দাপিয়ে বেড়িয়েছেন। তৃণমূল থেকে ওঠে আসা এই নেতা রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র মূলক মামলা মোকদ্দমায়ও পড়েছেন। সে দিক থেকে তিনি ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের রাজনীতির মাঠে এখন বেশ পরিচিত হয়ে উঠেছেন। মতিউর রহমান নানু দীর্ঘদিন ধরে তাঁর নির্বাচনী এলাকায় অসহায়, গরীব মানুষের পাশে থাকাসহ মসজিদ, মন্দির, স্কুল, মাদরাসার উন্নয়নে অর্থ সহযোগিতার পাশাপাশি সমাজসেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন।

 

দুই উপজেলার তাঁর সমর্থক নেতাকর্মীরা বলেছন, আমরা তরুণ নেতৃত্ব চাই। এ লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে আ’লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মতিউর রহমান নানু ভাইকে দেখতে চাই। তিনি একজন যোগ্য প্রার্থী। এছাড়া তিনি আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তিনি এ আসনে আ’লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠর লড়াইয়ে আসলে আমরা তাঁর পক্ষে কাজ করবো।

 

অ্যাডভোকেট মতিউর রহমান নানু বলেন, আমি ছাতক-দোয়ারাবাজার এলাকার জনগণের আশা আকাঙ্খা পূরণের লক্ষ্যে আ’লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জনগণ এখানে তরুণ নেতৃত্ব চাচ্ছে, নেতৃত্বের পরিবর্তন চাচ্ছে। তাই আমি মাঠে নেমেছি। মনোনয়ন পেতে আমি দীর্ঘদিন ধরে কেন্দ্রে কাজ করে আসছি। ইতিমধ্যে দলের হাই কমান্ড থেকে আমাকে মাঠে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং মনোনয়নের ব্যাপারে দল থেকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে। দলের মনোনয়ন পেলে আমি নৌকা প্রতীকে নির্বাচন করতে সকলের সহযোগিতা, সমর্থন এবং দোয়া চাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments