স্পোর্টস ডেস্কঃ
পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। নয়নাভিরাম ধর্মশালায় বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে সাকিব-রশীদরা।
টাইগারদের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে ভোলেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ফুটবল ফেডারেশন (এএফএ) টাইগারদের শুভকামনা জানিয়েছে।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এএফএ লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, তারা ২০২৩ আইসিসি বিশ্বকাপের যাত্রা শুরু করছে। চ্যাম্পিয়ন হওয়ার চেতনা আপনাদের জয়ের পথে পরিচালিত করুক।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে পুরো বিশ্বে নজির সৃষ্টি করে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকরা। লিওনেল মেসির পা থেকে আসা প্রতিটি গোলের পর তাদের উন্মাদনার কথা পৌঁছে যায় স্বয়ং মেসি, মার্টিনেজদের কাছে। এবার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে শুভকামনা জানিয়েছে আলবেলিস্তেরা।