Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসম্প্রীতি সমাবেশ ও বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে নোয়াপাড়া ইউনিয়ন...

সম্প্রীতি সমাবেশ ও বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ

 

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে সম্প্রীতি সমাবেশ ও বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।

ইউনিয়নের সামাজিক সম্প্রীতি রক্ষার্থে ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে এবং ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর- চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, মাধবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়, ইটাখোলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির হোসাইন, সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন বিট অফিসার এসআই শাহ আলম ভূঁইয়া, ইটাখোলা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বাবু হিমাংশু চন্দ্র দেব, আওয়ামী লীগ নেতা শাহ আব্দুল আউয়াল লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর পাল সুমন ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন জিতু।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অবনী মোহন বিশ্বাস, মাওলানা আলী আহমেদ, মাওলানা তরিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ।

উপস্থিত ছিলেন ইউপি সদস্য শ্যামলী রানী দেব, সোমা রেলী, আব্দুল কুদ্দুছ মিয়া, বাবুল চৌহান বাবুল চন্দ্র রেলী, মোঃ সহীদ মিয়া, মোঃ খসরু মিয়া, মোহাম্মদ ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, নুরুল হক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইকবাল পাঠান, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, বৈকুণ্ঠপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গেনু কেউট, বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধি সঞ্জীব কর্মকার, বেনু ভুষন পাল, অজিত পাল, কেলু নায়েক, মিঠু দেব, সজল বনিক, স্বপ্ন নায়েক, রুবেল দাস প্রমুখ।

সম্প্রীতি সমাবেশ শেষে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল হতে ইউনিয়নের আটটি পূজা মন্ডপ প্রতিনিধিদের কাছে অনুদানের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল সহ অতিথি বৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments