স্পোর্টস ডেস্কঃ
দুপুর ২টা থেকে অনুশীলন করার কথা থাকলেও ঘণ্টাখানেক আগেই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে চলে এলো বাংলাদেশ দল। আহমেদাবাদ থেকে এসে সকালেই দলের সঙ্গে যোগ দেওয়া সাকিব আল হাসানও হাজির অনুশীলনে। বিকেল পর্যন্ত চলা অনুশীলনের এক ফাঁকে টিম অপারেশনস ম্যানেজার রাবীদ ইমাম এসে জানিয়ে গেলেন দলের নেওয়া একটি সিদ্ধান্তের কথা, ‘দল সিদ্ধান্ত নিয়েছে, ম্যাচের আগের দিন ছাড়া দলের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবে না।’
আরো আগে থেকেই অবশ্য মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে দল।
এই বিশ্বকাপেও তা অব্যাহত রাখার কারণ কী? বিকেলে সে ব্যাখ্যা দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। সংবাদমাধ্যমের কোনো কোনো অংশের শিরোনাম নিয়ে ভয় থেকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন তিনি, ‘আমরা চাই ছেলেদের মনোযোগটা ক্রিকেটেই থাকুক। যেটি হয়, কোনো একটি ইন্টারভিউ থেকে কথা সংক্ষিপ্ত করে এমন একটি খবর হয়, যেটা হয়তো ছেলেটা সেভাবে বলেইনি। অনেক সময় এমন কাটা কাটা খবর হয়, ভয়ংকর শিরোনাম হয়।
ছেলেরা তাতে বিব্রত হয়। যেহেতু আমাদের ফোকাস বিশ্বকাপ খেলার দিকেই, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কেবল ম্যাচের আগের দিন একজনই কথা বলুক।