Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটবন্যায় ক্ষতিগ্রস্থ গোয়াইনঘাট-সালুটিকর রাস্তা সংস্কারে আসচে ৩৪কোটি টাকার প্রকল্প

বন্যায় ক্ষতিগ্রস্থ গোয়াইনঘাট-সালুটিকর রাস্তা সংস্কারে আসচে ৩৪কোটি টাকার প্রকল্প

 

মতিউর নহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট থেকে: ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় হয়েছিলো সালুটিকর-গোয়াইনঘাট রাস্তা। বন্যায় এই সড়কের বিভিন্ন জায়গায় ভাঙ্গন ও গর্তের সৃষ্টি হয়। ফলে প্রায় দুই বছর ধরে যান ও জন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

 

অবশেষে দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সড়ক সংস্কারে  ৩৪ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণায়রয়ে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, ২০২১ সালের পাঁচ বারের বন্যায় সালুটিকর গোয়াইনঘাট সড়কের বেহাল অবস্থা নিরসনে প্রায় ৪০ লাখ টাকার সংস্কার কাজ করা হয়। পুণরায় ২০২২ সালের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সালুটিকর গোয়াইনঘাট সড়ক।

 

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সালুটিকর গোয়াইনঘাট সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নির্দেশনায় নেওয়া হয়েছে বড় ধরনের উদ্যোগ।  সালুটিকর গোয়াইনঘাট  সড়কের সালুটিকর হতে তোয়াকুল পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক আরসিসি করনের জন্য প্রায় ৩৪ কোটি টাকার এস্টিমেট তৈরি করে এলজি্ইডির প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়ছে।

 

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ২০২২ সালের ভয়াবহ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা গোয়াইনঘাট। তার জন্য আমি বিভিন্ন সড়ক সংস্কারে বড় ধরনের বরাদ্দ পেয়েছি। তারমধ্যে রয়েছে সালুটিকর হতে তোয়াকুল পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের টেকসই আরসিসি করনের জন্য প্রায় ৩৪ কোটি টাকার এস্টিমেট তৈরি করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায়।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন সড়ক সংস্কারে আরো ২১ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তোয়াকুল থেকে বঙ্গবীর পর্যন্ত তিন কোটি টাকা ও রাধানগর বাজার থেকে হাদারপার  পর্যন্ত আরো তিন কোটি টাকা সহ বিভিন্ন সড়ক সংস্কারে টেন্ডার হয়েছে এবং আটলীহাই থেকে নান্দাইল পর্যন্ত রাস্তার ওয়ার্ক পারমিট হয়েছে।কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments