Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটসাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানাল আইসিসি

সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানাল আইসিসি

 

স্পোর্টস ডেস্ক:

 

বিশ্বকাপ জ্বরে কাঁপছে ক্রিকেট দুনিয়া। আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপ। প্রত্যেক বিশ্বকাপের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের রেওয়াজ থাকলেও এবার এই আয়োজন থেকে সরে এসেছে আয়োজকরা। তবে নিয়ম মেনে হয়েছে দশ দলের অধিনায়কের অংশগ্রহণে ‘ক্যাপ্টেন্স ডে’। যেখানে সাকিব ছাড়াও ছিলেন ৯ দেশের নয় অধিনায়ক। সব ক্যাপ্টেনদের সাথে সাকিবও জানালেন নিজেদের মনোবাসনার কথা।

 

 

এসময় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ভুল করে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি! মূলত, সাকিব আল হাসান যখন কথা বলছিলেন তখন তার নামের নিচে গ্রাফিক্সজনিত ভুলে লেখা ছিল ‘Captain, Pakistan’।

 

 

এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান। অনুষ্ঠানের উপস্থাপক সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের প্রশ্নের জবাবে সাকিব বলে, ‘আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, ২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩-৪ এ অবস্থান ছিলো আমাদের। এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা। গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।’

 

ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী শনিবার ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments