Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগঅবশেষে পুলিশের অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ সহ গ্রেফতার ১৫

অবশেষে পুলিশের অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ সহ গ্রেফতার ১৫

সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ প্রতিনিধ):::

সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার থানায় গত ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই ৯ দিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০৭ টি গরু, ৩৯ টি মহিষ, ৩৬ বস্তা চিনি জব্দ সহ ১৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের সূত্রে জানা যায়, জব্দ কৃত পণ্য সমূহ ভারত থেকে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে প্রবেশ করেছে। জব্দকৃত পণ্য সমূহের আনুমানিক বাজার মূল্যে প্রায় ১কোটি ৬১লক্ষ টাকা। এছাড়াও জব্দ তালিকায় রয়েছে চোরাচালান কৃত পণ্য সমূহ পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকা, ১টি বড় ট্রাক ও ১টি পিকআপ ভ্যান যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা।

এব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, ৯ দিনে পৃথক এসব অভিযানে চিনি, গরু, মহিষ সহ ১৫ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও কিছু চোরাকারবারির নাম সামনে এসেছে। সেই সব চোরাকারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।

পুলিশ জানায়, গত ৯ দিনে গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের পুত্র মো. রায়হান আলী ফয়সাল (২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইরাজ উদ্দিন (১৯), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল (২২) ও একই গ্রামের হাজী কামাল উদ্দিনের দুই ছেলে মো. সুলেমান আজিদ (২৩), সালমান আহমদ (২০), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পালইছড়া গ্রামের রুছমত আলীর পুত্র আব্দুর রহমান (৫৫), দোয়ারাবাজার উপজেলার পানাইল (নতুনপাড়া) গ্রামের পিতা-মৃত মখলিছ আলীর পুত্র মোঃ আলা উদ্দিন আলাল (৩০), মৃত আব্দুল মন্নাফের পুত্র মোঃ জামাল মিয়া জালাল (৫০), মোঃ ছোয়াব আলীর পুত্র মোঃ বাবুল হোসেন (২৮), দোয়ারা উপজেলার ভবানীপুর (জাঙ্গালা পাড়া) গ্রামের সৈরত আলীর পুত্র আব্দুল বাছির মিয়া (৩৮), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুর (আবরহাটি) গ্রামের মোঃ আমীর হোসেনের পুত্র মোঃ রাদেন মিয়া (২২), দোয়ারা উপজেলার আন্ধাইরগাঁও গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র আব্দুল কাদির (২৭), একই উপজেলার বাঘাহানা গ্রামের মোঃ করিম খানের পুত্র বাচ্চু খান (৪৫), মৃত লোকমান শেখের পুত্র মোঃ আফসর উদ্দিন (৫০) ও উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র রফিকুল ইসলাম (৫২)। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments