Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল সরকারি কলেজে ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি আদায়ে শিক্ষকদের কর্মবিরতি

শ্রীমঙ্গল সরকারি কলেজে ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি আদায়ে শিক্ষকদের কর্মবিরতি

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি সমূহ আদায়ে বিসিএস সাধারন শিক্ষা সমিতি শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিট।

সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি কলেজ ইউনিট এর উদ্যোগে সর্বাত্মক কর্মবিরতি অনুষ্ঠিত হয়। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে ১০,১১ ও ১২ অক্টোবর সারা দেশে তিনদিন কর্মবিরতি পালন করা হবে।

 

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির সম্পাদক সুদর্শন শীল, সরকারি কলেজের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিটের সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ প্রমূখ।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments