Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারজুড়ীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

জুড়ীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি::

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে জুড়ী থানার সভাকক্ষে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ।

জুড়ী থানার ওসি তদন্ত হুমায়ুন কবিরের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ‌ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল আহমদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন চন্দ্র দাশ, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, জাকির হোসেন মনির, মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জমশেদুল ইসলাম, ব্যবসায়ী ইলিয়াছুর রহমান ময়না প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, নিউজ ২৪ টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মামুন মাহিন প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যপারে তথ্য দেয়ার জন্য আহবান জানান তিনি।

পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য সকলের উন্মুক্ত মতামত ও সমস্যা-সমাধান নিয়ে অনুষ্ঠিত ওপেন হাইজ ডে’র অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, চুরি, ছিনতাই ও শহরে যানযট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে উন্মুক্ত মতামত তুলে ধরেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে জুড়ী থানার আইন-শৃঙ্খলা রক্ষায় থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন সহ থানায় কর্মরত পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments