স্পোর্টস ডেস্ক :
তারিখ:২০ নভেম্বর ২০২৫,
বাংলাদেশ ক্রিকেটের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আবারও নিজের নাম লিখলেন ইতিহাসের পাতায়। জাতীয় দলের জার্সিতে তার ১০০তম টেস্ট ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়ে তিনি প্রমাণ করলেন—তিনি এখনও বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও ক্লাসিক ব্যাটসম্যানদের একজন।
মাইলফলকের এই ম্যাচে চাপের মুহূর্তে ব্যাট হাতে নেমে অসাধারণ মুডে ছিলেন মুশফিক। উইকেটের একপাশ আগলে রেখে তিনি ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত তুলে নেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ১০০ রানের ইনিংস। তার এই শতক শুধু ব্যক্তিগত অর্জনই নয়; ম্যাচের পরিস্থিতিও দৃঢ় করে দলকে এগিয়ে নিয়েছে।
খেলায় সতীর্থরা ও মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান এই কিংবদন্তিকে। ড্রেসিংরুমে সাজানো হয় ছোট্ট উদযাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে তাকে সম্মানিত করে।
ম্যাচ শেষে মুশফিক বলেন,
“১০০তম টেস্ট খেলাই আমার জন্য গর্বের, আর এই ম্যাচে ১০০ করতে পারা জীবনের অন্যতম সেরা অনুভূতি। বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলার সুযোগ পাওয়াটাই আমার সবচেয়ে বড় অর্জন।”
বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের অবদান অনন্য—তার অভিজ্ঞতা, সংগ্রামী মনোভাব ও দলের প্রতি নিবেদন তাকে দেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ আসনে বসিয়েছে।
১০০তম টেস্টে ১০০—এ যেন তার ক্যারিয়ারের নতুন এক সোনালি অধ্যায়।
