Tuesday, November 4, 2025
Homeনির্বাচনসিলেটে বিএনপির মনোনয়ন: কারা পেলেন দলীয় টিকিট?

সিলেটে বিএনপির মনোনয়ন: কারা পেলেন দলীয় টিকিট?

 

নিজস্ব প্রতিবেদক,

সিলেটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ধরাবাঁধা ভাবে চূড়ান্ত করেছে। দীর্ঘদিন ধরেই তালিকা নিয়ে জল্পনা–কল্পনার পর অবশেষে বিভাগের কয়েকটি আসনে প্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে। দলীয় সূত্র এবং বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

কোন আসনে কে?

আসন প্রার্থী:

🌾সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী🌾🌾

সিলেট-২ তাহসীনা রুশদীর লুনা🌾

🌾সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক🌾

🌾সিলেট-৬ এমরান আহমদ চৌধুরী🌾

এদিকে সিলেট-৪ এবং সিলেট-৫ আসনে এখনও উন্মুক্ত আলোচনা চলছে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। সম্ভাব্য একাধিক নাম নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার ঝড়

মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তর্ক-বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে সিলেট-২ আসনে লুনার পুনরায় মনোনয়ন পাওয়া বিষয়টি নিয়ে আলোচনা সবচেয়ে বেশি।

বিএনপি সংশ্লিষ্টরা মনে করছেন — এই তালিকা সিলেটের ভোটারের কাছে একটি “মেসেজ” পাঠাচ্ছে যে কেন্দ্র এবার সত্যিকারের স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে।

তবে দলের ভেতরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এখনো হয়নি। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে— এমন প্রত্যাশা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments