Tuesday, November 18, 2025
Homeখেলাধুলাবাংলাদেশ বনাম ভারত: এশিয়ান কাপ বাছাই ম্যাচে দুই দলের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ বনাম ভারত: এশিয়ান কাপ বাছাই ম্যাচে দুই দলের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস নিউজ:

এশিয়ান কাপ ২০২৫ বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ ও ভারত নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিকে ঘিরে দু’দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আগামী ম্যাচটি দুই দলের জন্যই টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার লড়াইকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৭ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী, যাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। এছাড়া নিয়মিত তারকা রাকিব হোসেন, ফয়সাল ফাহিম, শেখ মরশালিন, জামাল ভূঁইয়া, মিতুল মারমাসহ অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল গঠন করা হয়েছে। ডিফেন্স লাইনে তারিক কাজী, রহমত মিয়া, সাদ উদ্দিনরা থাকছেন; ফরোয়ার্ড লাইনে আক্রমণভাগে গতিময়তা আনতে প্রস্তুত রয়েছেন ইমন, আল-আমিন ও ইব্রাহিম। বাফুফে জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী মূল স্কোয়াড ম্যাচের আগে চূড়ান্ত করা হবে।

অন্যদিকে ভারত জাতীয় দলও ঘোষণা করেছে ২৩ সদস্যের ট্রাভেলিং স্কোয়াড। দীর্ঘদিন জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুনীল ছেত্রী স্কোয়াডে নেই, যা সমর্থকদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে। তার অনুপস্থিতি ভারতীয় আক্রমণভাগে সুস্পষ্ট পরিবর্তন এনে দিয়েছে। দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া-জন্ম নেয়া নতুন ভারতীয় নাগরিক রায়ান উইলিয়ামস, যাকে ভারতীয় ফুটবলে নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সুরেশ সিং ও মহেশ সিংয়ের মতো নির্ভরযোগ্য মিডফিল্ডার ও সান্দেশ ঝিংগান-রাহুল ভেকের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা রয়েছেন দলে। গোলরক্ষক হিসেবে গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে ভারত এবারও রক্ষণভাগে আস্থাশীল।

দুই দলের স্কোয়াড বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ যেখানে মধ্যমাঠ শক্তিশালী করতে মনোযোগ দিয়েছে, ভারত সেখানে আক্রমণভাগে নতুনত্ব ও গতিময়তা আনতে চেষ্টা করেছে। বাংলাদেশের জন্য হামজা চৌধুরীর উপস্থিতি বড় সুবিধা হতে পারে; অন্যদিকে ভারতের জন্য রায়ান উইলিয়ামসের দ্রুততা ও চ্যাংতে-র সৃজনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবারের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গ্রুপের অবস্থান ও পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাকে সরাসরি প্রভাবিত করবে। ঘরের মাঠে খেলার সুবিধা বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে, তবে ভারতও নতুন সমন্বয়ে শক্ত প্রতিপক্ষ হবে বলে ধারণা ফুটবল বিশ্লেষকদের।

ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। দুই দলের ঘোষিত স্কোয়াড এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে লড়াইটি হতে যাচ্ছে সমান সমান। তাই মাঠে একটি উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখার প্রত্যাশা করছেন সবাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments