Wednesday, October 29, 2025
Homeঅন্যান্যপ্রযুক্তিদোয়ারার হকনগরে গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে কার্নিভাল ইন্টারনেট (JRJ internet...

দোয়ারার হকনগরে গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে কার্নিভাল ইন্টারনেট (JRJ internet service)

 

নিজস্ব প্রতিবেদক:

গ্রামের মানুষের জন্য নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করেছে কার্নিভাল ইন্টারনেট। এখন শহরে কাজ বা পড়াশোনার জন্য যাতায়াতকারী এবং শহরের সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছুক গ্রামীণ জনগণ সহজেই পাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ।

 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছে, যাতে প্রতিটি পরিবার ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পারে।

 

🔹 সেবার বৈশিষ্ট্যসমূহ:

 

দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট: নির্বিঘ্নে ভিডিও কল, অনলাইন ক্লাস, গেমিং ও সিনেমা দেখার সুবিধা।

 

কম খরচে প্যাকেজ: গ্রাহকের চাহিদা অনুযায়ী নানা রকম সাশ্রয়ী প্যাকেজ।

 

২৪/৭ গ্রাহক সহায়তা: যেকোনো সময়ে প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা।

 

 

কার্নিভাল ইন্টারনেটের কর্মকর্তারা জানান, “আমরা শুধু ইন্টারনেট সংযোগ দিই না — আমরা গ্রামের মানুষের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করি।”

 

🔹 ব্যবসা উন্নয়নে সহায়তা,

 

দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে এখন গ্রামের উদ্যোক্তারাও অনলাইনে তাদের ব্যবসা বাড়াতে পারবেন। এতে স্থানীয় পণ্যের বিপণন, নতুন বাজার খোঁজা ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

 

🔹 যোগাযোগের ঠিকানা,

 

📍 স্থান: হকনগর বাজার, আলাউদ্দীন মার্কেট

📞 ফোন: ০১৭১৫-৩০৩১৫৭।

দোকানের নাম, JRJ internet service

📧 ইমেইল: carnivalinternet.db@gmail.com

 

কার্নিভাল ইন্টারনেটের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা চাই দেশের প্রতিটি গ্রাম হোক স্মার্ট ও সংযুক্ত— কারণ ডিজিটাল অগ্রগতির মূল চাবিকাঠি হলো সবার জন্য ইন্টারনেট।

📱আপনার সেবায় আমরা নিয়মিত নিয়োজিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments