Sunday, October 19, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকে আকিজ ফ্যাক্টরির সামনে ট্রাকের দীর্ঘ সারি, ভোগান্তিতে পথচারী ও স্থানীয়রা

ছাতকে আকিজ ফ্যাক্টরির সামনে ট্রাকের দীর্ঘ সারি, ভোগান্তিতে পথচারী ও স্থানীয়রা

 

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক-আইন্দারগাঁও সড়কের আকিজ ফ্যাক্টরির সামনে প্রতিদিন নিয়মিত ট্রাক পার্কিংয়ের কারণে সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়ছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাকচালক বলেন, “আমরা মালপত্র নিয়ে ফ্যাক্টরিতে যাই, কিন্তু গেটে ঢোকার অনুমতি দিতে অনেক সময় লাগে। ফলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, যা যানজটের মূল কারণ।”

 

স্থানীয়রা জানায়, কোম্পানির ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ট্রাকগুলোকে ভিতরে ঢুকতে দেয়া হয় না। ফলে চালকরা গাড়ি রাস্তায় রেখে চলে যান, যা পুরো সড়ক জুড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

 

সকাল ১০টা থেকে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার ফলে সড়কের দুই পাশেই শতাধিক গাড়ি আটকে পড়ে। পরে আকিজ ফ্যাক্টরির নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় সড়ক যানজটমুক্ত করা হয়।

 

আকিজ ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম জানান, “গাড়িগুলো আমাদের কোম্পানির নয়, মালপত্র নিয়ে আসে মাত্র। ভিতরে ঢোকার অনুমতি না পেলে চালকরা বাইরে অপেক্ষা করেন, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”

 

ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা মো. স্বাধীন বলেন, “রাস্তায় গাড়ি দাঁড়ানো নিয়ে আমি অবগত ছিলাম না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যানজট স্বীকারযোগ্য নয়।”

 

ছাতক ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিএসআই মো. দৌলত খান জানান, “আমাদের লোকবল সীমিত, প্রধানত ছাতক-সিলেট সড়কে দায়িত্ব পালন করি। তবে ছাতক-আইন্দারগাঁও সড়কের যানজটের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে সড়কে ট্রাক পার্কিং বন্ধ করে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments