Sunday, October 19, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা...

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন — ইউএনও তরিকুল ইসলাম

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,

> “সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে টিকাদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচি তখনই সফল হবে, যখন সকল শ্রেণি-পেশার মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করবেন। এতে উপকৃত হবে দেশের জনসাধারণ।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল প্রমুখ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, বিএনসিসি ও স্কাউট সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments