Sunday, October 19, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি অনুষ্ঠিত 

মৌলভীবাজারে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি অনুষ্ঠিত 

 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে র‍্যালি, আলোচনাসভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‌র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া।

ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো: আলাউদ্দীন, পিএফএম (এস),

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজার-১ ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ্।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments