Tuesday, October 21, 2025
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাটে টাইফয়েড টিকা পাবে ৯৩ হাজার ৭৬৭ শিশু

কানাইঘাটে টাইফয়েড টিকা পাবে ৯৩ হাজার ৭৬৭ শিশু

 

 

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। রোববার (১২ অক্টোবর) সকালে কানাইঘাট পৌরসভার ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই উপজেলায় মোট ৯৩ হাজার ৭৬৭ জন শিশু টাইফয়েড টিকা পাবে। স্কুল ও মাদ্রাসাসহ মোট ৪৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম চলবে। মাসব্যাপী এ কর্মসূচি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসান বিন খায়ের, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জহির উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান শরীফুল ইসলাম, ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং সহকারী শিক্ষক বুলবুল আহমদ।

ডা. সুবল চন্দ্র বর্মন বলেন, “বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থায়ী টিকাদান কেন্দ্রেও এই কার্যক্রম চলবে। এছাড়া কর্মসূচি চলাকালীন সময়ে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।”

তিনি আরও জানান, এই টিকার কোনো পার্শ্বপ্রতক্রিয়া নেই। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments