Sunday, October 19, 2025
Homeরাজনীতিজামাতদোয়ারাবাজারে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান 

দোয়ারাবাজারে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন দল থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ১’শতাধিক নেতাকর্মী।

শনিবার (১১ অক্টোবর) রাত ১০ টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত এক সমাবেশে এড়োয়াখাই ও তিরোরাকান্দি গ্রাম থেকে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এসময় জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই গনজোয়ার দেশে একটি কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।

সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার

উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা.হারিছ মিয়া।

লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা: এনামুল হকের সভাপতিত্বে যোগদান সমাবেশে বক্তব্য রাখেন, ইয়াকুবিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুপার মাওলানা জমির উদ্দিন মাসুক, সমাজসেবক মোজাফফর আলী, আব্দুল হামিদ, মোশাররফ হোসেন, রুবেল আহমদ, আজগর আলী,শাহিনুর আলম, শামসুল আলম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments