নিজস্ব প্রতিবেদক,
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ব্যক্তিগত কাজে সিলেট সফরে এসেছেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি চলে যান গোয়াইনঘাটের তামাবিল সীমান্ত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যাকাণ্ড নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে। সেই প্রামাণ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে তিনি তামাবিল সীমান্তে যান।
পরে বিকেলে তিনি হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত শেষে সিলেট ত্যাগ করার কথা রয়েছে। হযরত শাহপরানের (রহ.) মাজারে সাংবাদিকদের মুখোমুখি হলেও তিনি সিলেট সফরের উদ্দেশ্য ছাড়া আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
প্রসঙ্গত, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদ গুম হন। পরে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে পাওয়া যায়। আইনি জটিলতা ও মামলার কারণে তিনি সেখানে প্রায় নয় বছর অবস্থান করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হলে গত ১১ আগস্ট তিনি দেশে ফিরে আসেন।
দেশে ফেরার প্রায় ১০ মাস পর, চলতি বছরের ৩ জুন সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি নিজে উপস্থিত হয়ে সরাসরি চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি দাখিল করেন।