দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র পরিচালকদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানি বলেন,ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতের লক্ষ্য। এই সংগঠন মানুষের মধ্যে আদর্শিক পরিবর্তন এনে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে মা-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. হারুনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক ও জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমির ও স্মার্ট টিমের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তাঁরা সংগঠনের আদর্শে অটল থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।