Tuesday, October 21, 2025
Homeরাজনীতিবিএনপিবিএনপি ক্ষমতায় গেলে এই জনপদের কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে: জেবুননাহার সেলিম 

বিএনপি ক্ষমতায় গেলে এই জনপদের কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে: জেবুননাহার সেলিম 

 

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

 

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, “জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের সীমান্ত জনপদে কর্মহীনদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে।”

 

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার’ পক্ষে জনমত গঠনে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

 

সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক।

সভা পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার ও মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।

 

এডভোকেট সেলিম বলেন, “প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের আদর্শ ও কর্মধারা অনুসরণ করে আমি এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনারা জানেন, তিনিই ছিলেন পাথর শ্রমিকদের প্রকৃত অভিভাবক। আমি তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা তাঁর নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকব।”

 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাশুক আহমদ, আব্দুশ শুকুর, আলহাজ্ব ফখরুল ইসলাম, জাকারিয়া রব্বানী, হারুনুর রশিদ মেম্বার, আহমদ হুমায়ুন জামাল, মুমিনুল হক মুমিন, শরীফ উদ্দিন, শমছির আহমদ, কামাল উদ্দিন মেম্বার, আব্দুর রহমান মেম্বার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

সভা শেষে জেবুন নাহার সেলিম নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ করেন।

সভায় কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments