Sunday, October 19, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জ জেলায় জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলায় জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

 

 

শাহ সুমন বানিয়াচং থেকে ঃ-

হবিগঞ্জ জেলায় জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোজ বৃহস্পতিবার(০৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলমগীর গণী সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার সাংবাদিক সংস্থার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক মরহুম আলতাফ হোসেন এর স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এবং উনার জীবনি সম্পর্কে আলোচনা করা হয়।

হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কিংবদন্তি সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, আমরা বহু কষ্ট করে সাংবাদিকতা করেছি।আর এখন সেটা অনেক সহজ হয়েছে। নতুন নতুন সাংবাদিক তৈরি হচ্ছে। বানিয়াচং উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর রেজা, বলেন শুধু অর্থ উপার্জনের নিছক মানসিকতা নিয়ে সাংবাদিকতা করা যাবে না। সাংবাদিকতা হতে হবে মানুষের কল্যাণে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments