ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
“ভালবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন”-এ প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, হার্ট ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক জহর তরপদার,বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মামুন আহম্মেদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, ফারিয়ার সভাপতি দেবব্রত দেব হাবুল,নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা।
আলোচনা শেষে একটি র্যালি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুহ রোডে শেষ হয়।