নিজস্ব প্রতিবেদক,
সিক্সলেন-ফোরলেন সড়ক সম্প্রসারণ কাজে স্থবির ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক। নানা জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়ার তন্তর পর্যন্ত এই কাজ গত প্রায় দুবছর ধরে বন্ধ। এতে দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বাধা দূর হওয়ার পর সম্প্রতি কাজের তোড়জোড় শুরু হয়েছে।
এই অবস্থায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সরাইল অংশের কাজ দেখতে এসে ভয়াবহ যানজটের কবলে পড়েছেন। আজ সকাল সোয়া ১০টায় আশুগঞ্জ থেকে যাত্রা শুরু করলেও দুপুর ১২টা পর্যন্ত বিশ্বরোডে পৌঁছাতে পারেননি তিনি। ২ ঘণ্টায় তাঁর গাড়িবহর এগিয়েছে ৩৫ মিটার।
বিশ্বরোডে সকাল সাড়ে ১০টায় তাঁর পরিদর্শনের সময় নির্ধারিত ছিলে। তিনি ঢাকা থেকে ট্রেনে সকাল সাড়ে ৯টায় ভৈরব পৌঁছান। সেখানে থেকে আশুগঞ্জে পৌঁছে বিশ্বরোডের দিকে যাত্রা শুরু করেন। হোটেল উজানভাটি থেকে দেড় কিলোমিটার গাড়ি চলার পর সোহাগপুরে উপদেষ্টার গাড়িবহর যানজটে পড়ে। সোহাগপুর এলাকাতেই ৩৫ মিটার পথ পার হতে উপদেষ্টার সময় লেগেছে ২ ঘণ্টা।
অবশ্য উপদেষ্টা আসার আগে গত ৩ দিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট লেগে আছে। এই মহাসড়কে দিন পেরিয়ে রাতও কাটাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও গাড়িচালকদের।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, সকাল সোয়া ১০টায় আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে উপদেষ্টার গাড়িবহর সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরই উপদেষ্টার গাড়িবহর এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন। হাইওয়ে এবং থানা-পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আব্দুল বাতেন নামে গ্রিনলাইন পরিবহনের এক যাত্রী বলেন, ‘গতকাল রাত ২টার দিকে সিলেটের উদ্দেশ্যে রাজারবাগ থেকে বাসে উঠেছিলাম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সরাইল-বিশ্বরোড মোড় পার হতে পারিনি। সারারাত গাড়িতে বসে কষ্ট করেছি। আমাদের এই ভোগান্তি-কষ্ট কেউ দেখে না। এই কষ্ট প্রতিনিয়ত করতে হচ্ছে আমাদের।’
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গতকাল দিবাগত মধ্যরাত থেকে যানজট আরও তীব্র হয়েছে। মূলত সড়কের দুরবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সড়ক পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত যানজট সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে না।