Sunday, October 19, 2025
Homeবিনোদনআমার ১২টা বিয়ে করার ইচ্ছে: পরী মণি

আমার ১২টা বিয়ে করার ইচ্ছে: পরী মণি

বিনোদন প্রতিবেদক,

পরী মণি—অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে তাঁর। প্রেম-বিয়ে নিয়ে বহুবার শিরোনাম হয়েছেন এই চিত্রনায়িকা। এবার হাসতে হাসতে বললেন, ‘আমার এক ডজন বিয়ে করার ইচ্ছে!’

 

পরী মণি জানান, অভিনয়ে আসার আগে তিনি তাঁর খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি। নিজের ভাষায় পরী বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। আমার আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে। ছোটবেলা থেকে মজা করে বলতাম—আমি এক ডজন বিয়ে করব! কিন্তু এই কথাটা গুজব হিসেবে এভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা বুঝিনি। না বুঝলে তো কোনোদিনই বলতাম না।’

 

উল্লেখ্য, ইসমাইলের সঙ্গে পরী মণির বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে, এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পুরনো ছবি ভাইরাল হয়। যদিও পরী কিছু বলেননি, তাঁর নীরবতাই যেন নিশ্চিত করে দেয়, খবরটি সত্য ছিল।

 

অনুষ্ঠানে উপস্থাপক পরী মণিকে প্রশ্ন করেন, শেখ সাদির (যাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল) সঙ্গে তাঁর সম্পর্ক কী? পরী হেসে উত্তর দেন, ‘ও আমার ছোট ভাইয়ের মতো।’

 

এরপর প্রশ্ন আসে, তিনি এখন সিঙ্গেল কি-না? জবাবে পরী মণি বলেন, ‘না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেও করি না। কারণ আমার জীবনে সবসময় প্রেম-প্রেম একটা ফিল থাকে। আর আমি মনে করি, এটা থাকা ভালো।’

 

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে নায়ক শরীফুল রাজের সঙ্গে তাঁর পরিচয়, পরে বিয়ে। তাঁদের এক ছেলে সন্তানও রয়েছে। তবে রাজের সঙ্গে সেই সম্পর্ক এখন অতীত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments