নিজস্ব প্রতিবেদক,
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ (৭ অক্টোবর) মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। রেল চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মোগলাবাজার এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ সিলেটের সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, উদয়ন এক্সপ্রেস সিলেট ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।