দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি :
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এম. এম. বাহাউদ্দিন ও বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালামের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ আগস্ট ইনকিলাবে প্রকাশিত “বিশ্বনাথে সরকারি খাস জমি দখলের চেষ্টায় এ্যাডভোকেট শামিম” শিরোনামের প্রতিবেদনের পর অভিযুক্ত এ্যাডভোকেট শামিম আহমদ প্রতিবাদ না জানিয়ে আদালতে সাজানো মামলা দায়ের করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “এ মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হস্তক্ষেপ।” তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, প্রয়োজনে বৃহত্তর সিলেটের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে।