Tuesday, October 21, 2025
Homeখেলাধুলাক্রিকেটআফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের প্রতিশোধ

আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক,

 

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সব ম্যাচেই জয় তুলে নিয়ে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে জাকের আলীর বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে বাংলাদেশকে দেরাদুনে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। সেই হোয়াইটওয়াশের প্রতিশোধ নিয়ে নিল বাংলাদেশ।

 

এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে ১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয়। টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই বিপদে পড়ে আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ ১২ রানে এবং ইবরাহিম জাদরান ৭ রানে উইকেট হারান। এরপর সেদিকুল্লাহ অটল ও ওয়াফিউল্লাহ তারাখিল হাল ধরার চেষ্টা করেন। ওয়াফিউল্লাহ ১১ রান করে এবং সেদিকুল্লাহ অটল আউট হন ২৮ রান করে।

 

দারবিশ রাসুলি সর্বোচ্চ ৩২ রান করে আউট হন। আজমত উল্লাহ ওমরজাই ৩ রানে,মোহাম্মদ নবি ১ রানে, রশিদ খান ১২ রানে এবং আবদুল্লাহ আহমদজাই আউট হন শূন্য রানে। মুজিব-উর রহমান অপরাজিত ২৩ রান না করলে অনেক আগেই প্যাকেট হয়ে যেতো আফগানরা। ২ রানে অপরাজিত থাকেন বশির আহমাদ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

 

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ বেশ হিসেবি ব্যাটিং করেছেন। রশিদ–মুজিবদের দেখেশুনে খেলে চড়াও হয়েছেন দুই অনভিজ্ঞ পেসার আবদুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদের ওপর। আহমেদজাই ও বশির মিলে ৭ ওভারে দিয়েছেন ৮৮ রান। তাঁদের ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড় বইয়ে দিয়েছেন সাইফ হাসান। টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করার পথে সাইফ মেরেছেন দুটি চার ও সাতটি ছক্কা।

 

১৭ তম ওভারের প্রথম বলে সাইফের ছক্কা, শেষ বলে ছক্কা মারলেন নুরুল হাসান। ব্যস, ২ ওভার বাকি রেখেই জিতে গেল বাংলাদেশ। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করল জাকের আলী দল। আরেকটি বাংলাওয়াশ বলাই যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments