Tuesday, October 21, 2025
Homeশিক্ষাপাহাড়পুর আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন

পাহাড়পুর আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন

 

‎ রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি:

‎“সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই”—এই প্রত্যয়কে সামনে রেখে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়পুর আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

‎রবিবার, ৫ অক্টোবর সকাল ১০টায় কলেজের হলরুমে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সৌমিত্র শেখর দাশ। ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, জীবনের মূল্যবোধ শেখানোই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব। আমরা তাদের এমন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, যারা আগামী দিনের আলোকবর্তিকা হবে।”

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক সুবাস চন্দ্র দাস, সুইটি রানী সরকার, সজল কান্তি সূত্রধর ও সহকারী শিক্ষক রাসেন্দ্র চন্দ্র দাস। তাঁরা শিক্ষকদের মর্যাদা, দায়িত্ববোধ এবং জাতি গঠনে শিক্ষকের অপরিসীম ভূমিকা নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য প্রদান করেন।

‎আলোচনা সভা সঞ্চালনা করেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রমা রাণী দাস। সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান ও নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকবৃন্দের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল সৌহার্দ্য, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশ।

‎কলেজের সকল স্তরের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় ও অনুপ্রেরণামূলক আয়োজনে। এ আয়োজন কেবল দিবস উদযাপনেই সীমাবদ্ধ ছিল না, বরং একজন আদর্শ শিক্ষকের ভূমিকা ও নৈতিক শিক্ষার অপরিহার্যতাকে নতুনভাবে স্মরণ করিয়ে দেওয়ার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments