কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটের দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে জমি সংক্রান্ত ঘটনার জেরে ফারুক আহমদ নামে এক সৌদি প্রবাসীকে স্থানীয় সড়কের বাজার থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে উদ্ধার করেন। প্রবাসী ফারুক আহমদ দর্পনগর পূর্ব গ্রামের আব্দুর রউফের পুত্র। এ ঘটনায় ফারুক আহমদের ছোট ভাই শাহিন আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে স্থানীয় সড়কের বাজারস্থ রসমালাই রেস্টুরেন্টের সামনের রাস্তার উপর থেকে পাশর্^বর্তী ছত্রনগর গ্রামের মৃত ছইদুর রহমানের পুত্র সড়কের বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে নিয়ে প্রবাসী ফারুক আহমদকে জোরপূর্বক ভাবে একটি সিএনজি গাড়ীতে উঠিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে প্রবাসীকে মারধর করা হয় এবং তার সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা নেয়া হয়। প্রবাসীকে আটকে রাখার ঘটনায় তার ভাই শাহিন আহমদ শনিবার রাতে কানাইঘাট থানায় সমূহ অভিযোগ এনে দরখাস্ত দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ছত্রনগর গ্রামে গিয়ে ব্যবসায়ী আব্দুল্লাহর বাড়ি থেকে প্রবাসী ফারুক আহমদকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় দেয়। মারধরে আহত প্রবাসী ফারুক আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
প্রবাসী ফারুক আহমদের অভিযোগ, দর্পনগর পূর্ব গ্রামে তার আলাদা একটি পাকা নির্মাণাধীন বাড়ি রয়েছে। সেই বাড়িটি আব্দুল্লাহ’র ক্রয় করতে চাইলেও তিনি বিক্রি করতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়। এর জের ধরে ব্যবসায়ী আব্দুল্লাহ শনিবার রাতে তাকে সিএনজি গাড়ী দিয়ে উঠিয়ে বাড়িতে নিয়ে মারধর করে আটক করে রাখে।
তবে ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, প্রবাসী ফারুক আহমদ তার একটি বাড়ি ৫০ লক্ষ টাকায় আমার কাছে বিক্রি করতে চাইলে আমি ব্যাংক লোন ও স্ত্রীর স্বর্ণ বিক্রি করে টাকা প্রস্তুত করে রাখি। কিন্তু ফারুক আহমদ উক্ত বাড়িটি আমার নিকট বিক্রি না করায় আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হই। এতে স্থানীয় সালিশগণ আমার ক্ষতিপূরণ বাবদ দেড় লক্ষ টাকা দেয়ার জন্য ফারুক আহমদকে বলা হয়, তাতে ফারুকও রাজি হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও ফারুক আহমদ টাকা না দেয়ায় আমি সালিশি আরেকটি পরিবেশ তৈরি করার জন্য তাকে বাড়িতে নিয়ে ছিলাম, তাকে কোন ধরনের মারধর করা হয়নি বা আটকে রাখা হয়নি।