ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের ক্যাথলিক মিশন রোডে অবস্থিত নটরডেম স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মিজানুর রহমান ও অনিতা দেব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিশ রঞ্জন দাশ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরুে আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইয়াকুব আলী, জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারি কামরুল ইসলাম, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারি অধ্যাপক বিশাস কৃষ্ণ চক্রবর্তী, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, এনসিপি মৌলভীবাজার জেলা যুগ্ম সমন্বয়ক নিলয় রশিদ তম্ময়, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তারিক হাসান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুদেন্ধু ভট্টাচার্য, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল
মোল্লা শহিদ আহমদ, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির, বিরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক করিম উদ্দিন, এবং হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল আমিন।
আলোচনা সভা শেষে উপজেলার চারজন গুণি শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগজ্যেতি দেব, হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, ডোবাগাঁও বাহারুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুর রহিম।
অনুষ্ঠানে উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।