Tuesday, October 21, 2025
Homeশিক্ষাআসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি মো: শাহিনের...

আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি মো: শাহিনের প্রথম মৌলিক কাব্যগ্রন্থ ‘কবিতার সার নির্যাস’

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।

দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী মান্নার গাঁও ইউনিয়নের ইদন পুর গ্রামের সন্তান বার্তাভিত্তিক কবিতার এই সংকলনটি শিশু

থেকে শুরু করে কিশোর, বৃদ্ধ—সবার জন্যই উপযোগী করে রচিত হয়েছে, যাতে সবাই সহজেই বইটি থেকে জীবনমুখী শিক্ষা অর্জন করতে পারেন।

আসন্ন বইমেলায় মো: শাহিনের প্রথম মৌলিক কাব্যগ্রন্থ ‘কবিতার সার নির্যাস’

লেখক তার নিজস্ব ভাবনাজগৎ থেকে সমাজ, জীবন, প্রকৃতি ও ধর্মীয়-মানবিক মূল্যবোধকে তুলে ধরেছেন ছন্দ ও আবেগের সুনিপুণ সমন্বয়ে। এই গ্রন্থে স্থান পেয়েছে আমাদের চেনা-অচেনা বাস্তবতার নানান প্রতিচ্ছবি। প্রতিটি কবিতাই পাঠকের হৃদয়ে এক ধরনের আলোড়ন তোলে—কখনও তা প্রশ্ন জাগায়, কখনও বা উত্তর খোঁজার প্রেরণা দেয়।

লেখক মো: শাহিন তাঁর এই প্রথম সৃষ্টি সম্পর্কে বলেন, “আমি বিশ্বাস করি, কবিতা শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, এটি হতে পারে সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। ‘কবিতার সার নির্যাস’-এর প্রতিটি কবিতাই রচিত হয়েছে একটি গভীর বার্তা বহন করার জন্য, যা পাঠকের মনে দাগ কাটবে এবং নতুন চিন্তার দরজা খুলে দেবে।”

সংক্ষিপ্ত বিবরণ:

· বইয়ের নাম: কবিতার সার নির্যাস

· লেখক: মো: শাহিন

· ধরন: মৌলিক কাব্যগ্রন্থ / বার্তাভিত্তিক কবিতা

· বিশেষত্ব: সকল বয়সীর উপযোগী, জীবনবোধ ও মূল্যবোধমূলক কবিতা

মো: শাহিন একজন উদীয়মান কবি ও লেখক, যিনি সমকালীন বিষয়কে গভীরভাবে উপলব্ধি করে তা কবিতার মাধ্যমে প্রকাশ করতে সচেষ্ট। তাঁর রচনায় সমাজ, জীবন ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments