Wednesday, October 22, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জনবীগঞ্জে ট্রাক পিকাপের মুখামুখি সংর্ঘ'ষে একজন নিহ'ত

নবীগঞ্জে ট্রাক পিকাপের মুখামুখি সংর্ঘ’ষে একজন নিহ’ত

 

 

শাহরিয়ার আহমেদ শাওন (নবীগঞ্জ প্রতিনিধি)।

 

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুর ইউনিয়নের  দেবপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আরও আহত হয়েছেন তিনজন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

রবিবার (০৫ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সবজি ব্যবসায়ী আজমত আলী (৪০) সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর পুত্র।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত আলী খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে শ্রমিকসহ সবজি কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার জনতার বাজারসংলগ্ন দেবপাড়া ঈদগাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজমত আলী নিহত হন।

 

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি উল্টে যায়। হাইওয়ে সার্জেন্ট শিশির মনিসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেন, তবে চালক পালিয়ে গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।

 

শাহরিয়ার আহমেদ শাওন

নবীগঞ্জ উপজেলা প্রতিনিতি

মোবাইলঃ০১৭৮১৯৯২১২১

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments