Tuesday, October 21, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতক বাগবাড়ি গ্রামের পঞ্চায়েত সালিশে হস্তক্ষেপ করায় উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ক্ষুব্ধ...

ছাতক বাগবাড়ি গ্রামের পঞ্চায়েত সালিশে হস্তক্ষেপ করায় উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী

 

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধ :

ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের একটি *পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্ব* মীমাংসার লক্ষ্যে বসা পঞ্চায়েত সালিশ কার্যক্রমে প্রশাসনিক হস্তক্ষেপ করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) *তরিকুল ইসলাম*-এর বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

প্রতিবাদকারীরা জানান, পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয়ভাবে দীর্ঘদিনের একটি জমি বিরোধ সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তারা নিজেদের মৌলিক বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন।

 

এলাকাবাসীর ঐক্যবদ্ধ বৈঠকে সভাপতিত্ব করেন *বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি*, পরিচালনা করেন *মাসুম আহমেদ*।

বক্তব্য রাখেন:

– মুরব্বি *হাজী ফজলু মিয়া চৌধুরী*

– সাবেক পৌর কাউন্সিলর *জসিম উদ্দিন সুমেন*

– *জসিমউদ্দীন সালমান*

– *মেহেদী হাসান সোনা মিয়া*

– *রাজু আহমেদ*

– শিক্ষক *দুলন তরফদার*

– *রজত দেবনাথ*

 

এ সময় বক্তারা বলেন, *মীর আমান* নিজেকে “সমন্বয়ক” পরিচয়ে পরিচিত করে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে নিজের বাড়িতে *ব্যক্তিগত টিউবওয়েল* বসিয়েছেন। এছাড়াও তিনি ছাতক উপজেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগত ও প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করেন এবং *গভীর রাতেও থানায় অবস্থান* করেন, যা প্রশাসনিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে এলাকাবাসী মত প্রকাশ করেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার *তরিকুল ইসলাম* বলেন: *“অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে গিয়েছি। আইনের মধ্যে যেটা করণীয়, আমরা সেটাই করব।”*

 

এলাকাবাসী প্রশাসনের নিরপেক্ষতা বজায় রেখে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন: *মাস্টার সোনাফর আলী*, *ছালিক মিয়া চৌধুরী রুকন*, *হাজী বুরহান উদ্দিন*, *চান মিয়া চৌধুরী*, *সুলতান মিয়া*, *সনি ,আব্দুল্লাহ* সহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments